বাংলা সাহিত্যের অন্যতম সারথি-চায়না পারভীনের কবিতা “বৈশাখী নদী রক্তশূন্যতা’’

233
Doinik Alap
বাংলা সাহিত্যের অন্যতম সারথি-চায়না পারভীনের কবিতা “বৈশাখী নদী রক্তশূন্যতা ’’

বৈশাখী নদী রক্তশূন্যতা
—————-চায়না পারভীন

দীর্ঘনিঃশ্বাস ছেড়ে ,
বাতাস প্রিয়তমার অপেক্ষায় ।
বৈশাখী নদী যেমন রক্তশূন্যতায় !

ঠিক তেমনটি ,শত ব্যস্ততা অসুস্থতা নিয়ে

মা-আগন্তুক সন্তানের কথা শুনে নতুন কাঁথা তৈরি করে
হাজার সেলাইয়ের প্রতিটি ফোঁরে ।

কতশত স্বপ্ন বুনে ।স্বপ্নরা সাইক্লোন হয়ে ঝরে পড়ে !

একসময় হাঁটতে হাঁটতে নিজের শরীর বোঝা হয়ে দাঁড়ায়
বাতাস সমুদ্রে মিশে যায় বন তুমুল রৌদ্রে শরীর ভেজায় ।

তুমুল রৌদ্রে ,গাছের কিছুই করার থাকে না ।

তো পাখিরা ওরে অনন্ত দিগন্তে
যে রোদে ছায়া থাকে না হাঁটলে !!

মেঘেরা তর্ক করে মেঘেদের সাথে
শালিকরা হাটে শূন্যের পথে ।

অন্ধকার হাততালি দেয় অমাবস্যায়!
তা দেখে ,চন্দ্র সর্বস্ব দিয়ে জোৎস্না বিলায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here