নাসরিন জাহান মাধুরীর ঈদের কবিতা “ঈদুল আজহা ‘’

95

ঈদুল আজহা
নাসরিন জাহান মাধুরী

আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত এক অনন্য আনন্দ উৎসব ঈদুল আজহা এলো আজ।
এইতো সময় অহমিকা ও উচ্চাভিলাষ বিসর্জনের ।
পশু কোরবানিতো রূপক মাত্র
লুকিয়ে থাকা পশুশক্তি, কাম-ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা মুছে ফেলি মন থেকে।
কোরবানী হোক মনের পশুর
মনের পশুত্বকে বিসর্জন দেই।
আত্মশুদ্ধি হোক মানব মনের।
জীবনের জয়গানে আনন্দ উৎসবে দাঁড়াই ধনী গরীব এক কাতারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here