অস্তরাগ
ছন্দা দাশ।
কে গিয়েছে, কে গিয়েছে
বিকেল বেলার আঁচল ধরে
অমনি কালো ধোঁয়ার পাহাড়
আসলো নেবে উঠোন পরে।
আলোর মেয়ের হলদে শাড়ি
ঐ দেখা যায় গাছের পাতায়
পিছলে পড়া রিনিকঝিনিক
সন্ধে বেলার সুর হয়ে যায়।
বুকের কাছে জমাট বাঁধা
কষ্ট সুখের ওলটপালট
সন্ধে বেলার নিমন্ত্রনে
আলোর প্রহর মারছে ঝাপট।
একটি দিনের ব্যথার বাঁশি
বাজিয়ে কে যায় অস্তাচলে
আলো-ছায়ার সেই ছবিটি
নিরব ভাষায় কথা বলে।