নাসরিন জাহান মাধুরীর অন্তর্গাথা কবিতা “মৃত্যু অথবা মুক্তি ”

37
Doinik Alap
“মৃত্যু অথবা মুক্তি ”

মৃত্যু অথবা মুক্তি
নাসরিন জাহান মাধুরী

এই যে আসো কাছে, আসো কিংবা আসোনা
খুব আপনার ভান করো কিংবা কর না
মনে হয় যেন খুব পরিচিত মুখ…

মুখের কাছে প্রদীপ বাড়িয়ে দেই
নিবিড় চোখে দেখে নেই একবার
না দেখার ছলে, অচেনা সে মুখ

সেই মুখ সেই চোখ বলে দিতো
কাছের মানুষ, বলে দিতো প্রিয় কেউ
ছুঁয়ে থাকা যায় না ছুঁয়েও

এখন ভাবাও কেন আর
এখন ভাবনার জানালায় গান গায়
নাম না জানা পাখি
তারে আমি কি নামে যে ডাকি?
মৃত্যু অথবা মুক্তি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here