কবিতা লিখতে জানি না
✍️ জেরিন সুলতানা
আমি কবিতা লিখতে জানি না
মাঝে মাঝে কিছু শব্দকে ভালোবেসে খুব যত্নে আগলে রাখি
বসতে দেই আমার কোল ঘেঁষে।
মাঝে মাঝে কিছু শব্দকে উড়িয়ে দেই নীল আকাশে
রঙিন খামে ভরে কিছু কথা উড়ে যায় মেঘের দেশে।
আমি কবিতা লিখতে জানি না
প্রবল আহ্লাদে কিছু শব্দের সাথে খেলা করি,
এলোমেলো শব্দের জাল বুনি মনের অবর্তমানে।
কিছু শব্দের গায়ে হাত বুলিয়ে,
ঘুম পাড়িয়ে দেই পরম মমতায়
কিছু শব্দকে আদর দিয়ে রুপকথার গল্প শোনাই।
কিছু শব্দের ঠোঁটে ভালোবাসা বুনি
হৃদয় কেঁপে উঠে প্রেমের আভাসে।
আমি কবিতা লিখতে জানি না
কিছু শব্দের সাথে অভিমান
করে চলে যাই তারার দেশে।
কিছু শব্দকে স্পর্শ করি প্রিয়তমর হৃদয় ভেবে,
তপ্ত হৃদয়ের হাহাকার এক নিমেষেই উধাও হয়ে যায় ।
খুব তৃষ্ণায় ছন্দ মিলিয়ে কথা সাজাই
স্বচ্ছ কিছু শব্দের জলে তৃষ্ণা মেটাই ।
ঘুম না আসা রাতে কিছু শব্দকে শুতে দেই
আমার পাশ বালিশে ,
আর তখন পরম শান্তিতে আমার ঘুম এসে যায়।
আমি কবিতা লিখতে জানি না
কিছু শব্দ কে সাথে নিয়ে পাড়ি দেই মাইলের পর মাইল
আমার হাতের আঙ্গুলে কিছু শব্দের আঙ্গুল
আমাকে নিয়ে যায় দূর অজানায়।
আমি কবিতা লিখতে জানি না
মাঝে মাঝে কিছু শব্দের প্রেমে পড়ে যাই
কিছু শব্দকে নিয়ে সংসার সাজাই।




















