উজান ভাটির ঢেউ
মমতাজ মনী শেলী
জীবনের হয়তো অতি ক্ষুদ্র একটি ভুল
ভেঙে যায় সংসার নদীর একূল ওকূল
সন্দেহের নিকষ কালো বিষাক্ত বিভীষণ
গড়ে তোলে উঁচু দেয়াল পাহাড়ের মতন,,
অবিশ্বাসের করালগ্রাসে সম্পর্কে ধরে ফাটল
কচু পাতায় যেমন পানি করে টলোমল।
নিষ্ঠুর নিয়তির আবর্তে অকুণ্ঠ ছলনায়
জীবন গানের সুরে ছন্দপতন ঘটে যায়।
তীব্র বিষাক্ত ঘৃণিত মনে হয় সংসার ঘর
নিমিষেই প্রিয়জনেরা হয়ে যায় কত পর।
বিশ্বাসের মূল সিড়ির ধাপ ভেঙে পড়ে
নরকসম যন্ত্রণায় হৃৎপিণ্ড ছটফট করে।
তবুও তো ভুলে ভুলে ভরা মোদের জীবন
ভুলের মাশুল গুনতে হয় কারণ অকারণ।
ভুলের বাহিরে তো আমি তুমি নই কেউ
এরই নাম জীবন সংসার উজান ভাটির ঢেউ।




















