~ভোরের শেষ রাতটা
অঙ্কিতা পোদ্দার
ট্রামের ভিতর সারি সারি লোক;
মৃত লোক।
তারা খুব সহজেই
জীবনকে তুচ্ছ করে দিতে পারে
বেছে নিতে পারে
এক এক জায়গার
এঁদো মাটি।
স্যাঁতসেঁতে ঘামের মতো
ঠান্ডা আর কিছু নয়,
মৃত্যুও
ঠিক মৃত্যুর মতো নয়।
তোমায় নিয়ে না লিখে
ভালো থাকি
যন্ত্রণাগুলো
টোকো বমি
হয়ে মেঝের
কোণায় জমে,
বুকের আগল খুলে
অনায়াসে
সমস্ত রাত
পালায়।
ধরে রাখতে পারি
এমনকিছু বলতে
শুধু বেঁচে থাকা।
যেমন ভোরের আঁচলে
শেষ রাতটুকু বেঁচে থাকে
অভ্যস্ত প্রশ্বাসের মতো
তুমি এলেও…
জেনো,ফিরে আসার মতো
কঠিন শাস্তি
আর কোনোকিছুতে নেই।
মৃত লোক।
তারা খুব সহজেই
জীবনকে তুচ্ছ করে দিতে পারে
বেছে নিতে পারে
এক এক জায়গার
এঁদো মাটি।
স্যাঁতসেঁতে ঘামের মতো
ঠান্ডা আর কিছু নয়,
মৃত্যুও
ঠিক মৃত্যুর মতো নয়।
তোমায় নিয়ে না লিখে
ভালো থাকি
যন্ত্রণাগুলো
টোকো বমি
হয়ে মেঝের
কোণায় জমে,
বুকের আগল খুলে
অনায়াসে
সমস্ত রাত
পালায়।
ধরে রাখতে পারি
এমনকিছু বলতে
শুধু বেঁচে থাকা।
যেমন ভোরের আঁচলে
শেষ রাতটুকু বেঁচে থাকে
অভ্যস্ত প্রশ্বাসের মতো
তুমি এলেও…
জেনো,ফিরে আসার মতো
কঠিন শাস্তি
আর কোনোকিছুতে নেই।