আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি -নাসরিন জাহান মাধুরী এর কবিতা “হৃদয়ের অনুভবে”

523
আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি -নাসরিন জাহান মাধুরী এর কবিতা “হৃদয়ের অনুভবে”

হৃদয়ের অনুভবে

              নাসরিন জাহান মাধুরী

শব্দে শব্দে কতশত কথোকথন
মনের কোণে ভীড় করে
ডালপালা ছড়ায়..
মন রেখে দেয় মনের কোণে
সেই কথোপকথন
আর হৃদয় তা অনুভব করে..
কখনো গভীর ভালোবাসায়, উষ্ণতায়
কখনো ঘৃণায়
কখনো উপেক্ষায়
কখনো প্রচণ্ড অভিমানে
অনুরাগে কিংবা বিরাগে…
মনের কোণে সেই কথোপকথন থাকেনা
মুছে যায় হয়তোবা সময়ের বিবর্তনে
হৃদয়ের অনুভব কখনো মুছে যায় না..
হৃদয় সেই কথোপকথনের অনুভব বয়ে চলে অবিরাম….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here