“মড়ক ”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি-রেবেকা রহমান ।

764
অন্যতম সারথি কবি-রেবেকা রহমান ।

মড়ক

         রেবেকা রহমান

ভয় হয়! পায়ে পায়ে শ্মশান এবং শৃংখল।
ইতিহাসের জন্মবৃত্তান্ত ঘোষণা হয় আজকাল . …
— দিন এসে গেছে, দিন এসে গেছে
— কিসের দিন বাহে?
—— নিজেকে মুক্ত করবার দিন,
নিজেকে বৃত্তবন্দি করবার দিন!
—– চাবুকে বাঁধো সাহস। নিজেকে বাঁচাবার এই তো উপায় প্রিয়
—– ত্রাহি ত্রাহি হাঁক উঠেছে মড়কের
——আন্দামানের ঢেউয়ে ধরেছি তলোয়ার
সে এক অদেখা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে ভেস্তে যাচ্ছে
রাজা, উজির,বিজ্ঞানীদের মস্তক!!

দিন আসে, দিন আসে ডাক দিয়ে যায়,
পৃথিবীর সকল পথ বন্ধ হলেও, একটি খোলা রয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here