“কোন একদিন”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি কবি- দিলরুবা বেগম

331
“কোন একদিন”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি কবি- দিলরুবা বেগম

কোন একদিন

    দিলরুবা বেগম

কোন একদিন স্নিগ্ধ ভোরে
নয় তো গভীর রাতে
আচমকা মনে পড়বেই আমাকে।
সব অভিমান, অভিযোগ হারিয়ে
নির্ঘুম প্রহরে বিবাগী উদ্বেলিত রোষে
অশ্রু বিসর্জনে !
শুধুই সময়ের অপেক্ষা
প্রশ্ন জাগ্রত হবেই একদিন।

ভুলতে চাইলেও ভুলবে কি করে ?
কত সুখদুঃখের মুহূর্ত স্মৃতির
আভায় রাঙ্গিয়ে আছি
তোমারই একান্তে সান্নিধ্যে !
আমার অস্তিত্ব, নিঃঙ্গতা দুমড়ে মুচড়ে
ক্ষুয়ে ক্ষুয়ে তোমার চিত্তে
একদিন নিপীড়িত হবেই।

নিঃশব্দে স্পন্দিত হৃদয়ে গহীনে ধুক ধুকানি
নিজের অজান্তেই আঁকড়ে ধরবেই,
আমার অস্তিত্বে !
সমাধিস্থ করার ক্ষমতা
কোন দিনই হবে না তোমার !
এই আমার হারিয়ে ফেলা
অনুরাগে সীমাহীন বিশ্বাসের
ভাইরাসের সংক্রমিত প্রতিফলিত আস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here