সময়
পুষ্পিতা চট্টোপাধ্যায়
পৃথিবীর দীর্ঘতম শূন্যতা__
বিছানা পেতে শুয়ে আছে
গভীর ঘুমের অতলে
সেই শূন্যতার ঠিকানা ধরে
হাঁটতে গিয়ে দেখি এই আশেপাশে
কেউ নেই কোনো বন্ধু স্বজন
ভালবাসার বাড়ি জুড়ে
ভয়াবহ চিন্তা প্রবাহ
ক্রমাগত খুবলে খাচ্ছে সময় !
পৃথিবীর দীর্ঘতম শূন্যতা__
বিছানা পেতে শুয়ে আছে
গভীর ঘুমের অতলে
সেই শূন্যতার ঠিকানা ধরে
হাঁটতে গিয়ে দেখি এই আশেপাশে
কেউ নেই কোনো বন্ধু স্বজন
ভালবাসার বাড়ি জুড়ে
ভয়াবহ চিন্তা প্রবাহ
ক্রমাগত খুবলে খাচ্ছে সময় !