রিমঝিম শাওন
মহুয়া ব্যানার্জী
বৃষ্টি র ফোঁটা ধুয়ে দিচ্ছে ক্যানভাস।
জেগে উঠছে পুরনো স্মৃতির কোলাজ।
ছেঁড়া ছেঁড়া আদর লেগে ছিল
গোপনে বুকের মাঝখানে।
কবেকার ঝাপসা ছবির মত।
সে আদর জুড়ে দেয় বৃষ্টির শব্দ,
রাতভর রিমঝিম রিমঝিম শাওন।
মনে পড়ে সব…
বোজা চোখের পাতায় জমানো সুখ,
ভেজা শরীরের খাঁজে বাষ্পীভূত অসুখ,
আলিঙ্গনের উষ্ণতায় মুহুর্ত থমকায়।
সুরে ভরে রিমঝিম রিমঝিম শাওন।
সব জেগে ওঠে কুয়াশা ভেদ করে।
মনে পড়ে শুধু তোমাকেই