অপেক্ষা
নীলা আলম~~
পোড়া মাটিতে জল পরে যে উৎপন্ন গন্ধ তৈরি হয়
আমার ইচ্ছে করে সে গন্ধ নিয়ে নাসারন্ধ্র বন্দ করে
আত্ম-অহংকারে বলি আমিও অপেক্ষা করি
তোমার উঠোনজুড়ে ভিজবার।
ইচ্ছে করে হতে-
স্বরগ্রামে আবৃত্তি করে চলা তোমার একখানি সিন্ধুকে বন্দী রাখা কবিতা…..
আমি মুগ্ধতা গায়ে মাখি চেয়ে কাজল কালো আঁখি,
বলি হে প্রিয়,
এই বুঝি তোমার অপেক্ষা ফুরালো……
দুহাতে কুড়ায়ে শিউলী বকুল এনেছ যার লাগি,
বিনয়ে যারে বলো প্রিয়তম বলো সত্যের প্রীতি –
বলে যাও আরো অনেক কথা নেই জড়তা ভীতি।
এমন প্রেম আত্মার সনে জড়িয়েছ বহুগুণে
তোমায় অপেক্ষায় রেখে বিরহে জ্বলি আমি দিবাক্ষণে।