হও_যদি
নাসরীন জাহান রীনা
একটু সময় দাও যদি আমায়
নিজেরে তুলবো তোমার হাত ধরে।
নিজেরে রচিবো অন্যরকম করে।
তুমি হইয়ো আমার নির্ভরতার হাত,
তুমি হইয়ো আমার স্বর্গীয় পারিজাত।
তোমায় নিয়ে আমি বসন্ত ছোঁব,
তোমার রঙে হৃদয় রাঙাবো।
তুমি ভোরের শিশির হইয়ো- আমি পা ভেজাবো।
তুমি কোমল বিছানা হইয়ো- আমি গা এলাবো।
তুমি সফেন সমুদ্দুর হলে-আমি উর্মিমালা হবো।
তোমার বুকে নেচে নেচে উচাটন মন দোলাবো।
আকাশ হও যদি আমি শুভ্র মেঘ হবো।
তুমি ভরা পূর্ণিমা হলে-আমি জ্যোৎস্না-স্নানে সিক্ত হবো।
তুমি রঙধনু হলে-আমি আমার জন্য রঙ পাড়বো।
তুমি নিরাপদ ভুমি হইয়ো- আমি সেথা ঘাঁটি গাড়বো।
আলোকবর্তিকা হও যদি-আমি নির্ভয়ে পথ চলবো।
তিমির কেটে সোনালি সূর্য এনে দু’জন আলোয় ভাসবো।
তুমি যদি হও মুক্ত গগন-আমি শান্তির কপোত হবো।
উড়ে উড়ে নীল দিগন্তে আমার স্বপ্নের পাখা ঝাপটাবো।
বর্ষা হও যদি তুমি-আমি হৃদয় ধুয়ে নেবো।
প্রমোদতরী হইয়ো তুমি
আমি সুখের পাল উড়াবো।