অস্তিত্বের ভাবনায় জাগরুক কবি ছন্দা দাশের লিখা কবিতা “জাগরণ”

315
ছন্দা দাশের লিখা কবিতা “জাগরণ ”

জাগরণ
ছন্দা দাশ

যদি ভেবে থাকো আমাদের জীবন্মৃত করে রাখবে
তবে ভুল,ভুল, ভুল। তোমরা ভুল ভেবেছো।
আমরা মরেও বেঁচে থাকি প্রজন্মের রক্তে।

এ রক্ত সূর্য সেনের, এ রক্ত তীতুমিরের
এ রক্ত মওলানা ভাসানীর
এ রক্ত প্রীতিলতার, এ রক্ত শেখ মুজিবের।

যারা এখনও জারজের রক্ত নিয়ে মীরজাফরি
করে ভেবেছো আবার গড়বে শক্ত ঘাঁটি
তবে ভুল,ভুল, ভুল করবে আবারও।

আমাদের মারবে, আমাদের ভাঙবে, আমাদের
হত্যা করে তোমরা তোমাদের কবর খুঁড়বে বারবার।
ইতিহাস সাক্ষী আছে- খোদার কসম।

প্রজন্ম ঘুরে আসে, প্রজন্ম কথা বলে
প্রজন্ম রুখে দাঁড়ায় পূর্ব পুরুষের রক্তের ধারায়।

আমরা এসেছি সত্যের অমর্ত্য আলোকে
আমরা এসেছি ন্যায়ের প্রতিষ্ঠায়
আমরা এসেছি পূর্ব পুরুষের শুদ্ধ রক্তে।

আমাদের নিশ্চিহ্ন করার সাধ্য তোমাদের নেই।
যদি তাই ভেবে থাকো তবে আবারও বলছি
ভুল, ভুল, ভুল করবে আবারও।

আমরা অভিশাপ দিচ্ছি।
ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে আর কতোকাল প্রতারিত
করবে মানুষকে?
মানুষ জাগবেই। রক্তের অমিত শক্তি চিরকাল
অপরাজেয়।

অধর্মের জয় সাময়িক।
মানবিক হও।
মানুষ মানুষকে ভালোবাসুক। সত্য, সুন্দর আর
ন্যায়ে বিশ্বাসী হও হে মানুষ।

প্রজন্ম আসছে, নিশ্চয় আসছে তার ঐতিহ্যের
বিকশিত আলোক বর্তিকা নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here