বাংলা ভাষার তরে।
ফেরদৌসী খানম রীনা
আজ বিশ্ব দরবারে বাংলার জয় গান,
বাংলা ভাষার কথা বলি,বাংলা আমার প্রাণ।
দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে সন্মাণিত তারা,
স্বার্থ ত্যাগ করে ভাষার জন্য জীবন দিল যারা।
সেদিন মিছিলে গিয়েছিল বীর বাঙালি,
মুখের ভাষা রক্ষার জন্য জীবন দিলো বলী।
শত্রুরা নির্মমভাবে তাদের দেহের রক্ত ঝরালো,
ইতিহাসে অত্যাচারী হিসেবে নাম লিখালো।
অমানুষ আর হায়েনা তারা,
বাংলার চির শত্রু ধিক্কার জানাই আমরা।
ইতিহাসে আজও তারা অম্লান,অমলিন,
তাদের কথা স্মরণ করবে বাঙালি চিরদিন।
নিজ মুখের ভাষা রক্ষার তরে,
মরণ কে নিল বরণ করে।
কোথায় আছে এমন প্রমাণ,
ভাষার জন্য বিলিয়ে দেয় নিজের জীবন।
রফিক, শফিক,বরকত, জব্বার,
পবিত্র আর দৃঢ় সাহসী মনোবল তাদের।
শত্রু বাহিনী তাদের বাচঁতে দিলো না,
সাহসী সন্তানেরা তবুও হার মানলো না।
বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র তারা,
বাংলা ভাষার জন্য জীবন দিল যারা।
বাংলার মানুষ গর্জে উঠলো,
যখন শত্রুবাহিনী অন্যায় আর জুলুম শুরু করলো।
নিজের দেহের রক্ত দিয়ে শহীদ হলো যারা,
বাঙালির কাছে চিরস্মরণীয় ও বরণীয় তারা।
কখনও শোধ হবেনা তাদের ঋণ,
জীবন দিয়ে বাঙালিদের এনে দিল সুখের দিন।
সালাম জানাই লক্ষ, হাজার বার,
তারা যে শ্রেষ্ঠ সন্তান বাংলার।
বিশ্বে আজ বাংলা ভাষা সন্মাণিত,
২১ ফেব্রুয়ারি বিশ্ব ভাষা দিবস হয় পালিত।