লেখনির আলোয় আলোকিত করেছেন কলমযোদ্ধা কবি__অর্ণব আশিক এর কবিতা “দেয়াল চিত্র”

423
কলমযোদ্ধা কবি__অর্ণব আশিক

দেয়াল চিত্র

                অর্ণব আশিক

সবকটি ঝরাপাতা বিদ্রুপপরিভাষা
শিমুল পলাশ সিঁড়ি ভাঙে ভোরের রোদে
খোলাচুল যুবা বুকের ভেতর বুদবুদ নিয়ে হাঁটে
অস্থিরতা অবিশ্বাস ঘেন্নামাখা মন
স্বৈরাচারের মুখ খোঁজে
হে হে করে হেসে উঠে ধাতবসভ্যতা আজ।

চুরি যাওয়া সময় কাঁধ ছুঁয়ে নেমে যায় অমানিশায়
বিকেলের রোদের পাশে জেগে ওঠে
মুষ্টিবদ্ধ তর্জনী, বলিষ্ঠ হাত
যুবার হারানো সে রোদ্দুর সকাল।

কুয়াশার মুখে ঘষে দেয় আকাশের রক্তমুখ
সোনালী রোদ্দুর দেয়ালে ছড়ায়
ভাত কাপড় বাসস্থান আমাদের অধিকার লেখা দেয়ালচিত্র
সমাজের উনুনে আঁচ
যুবার তুলিরটান স্পষ্ট জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here