দেয়াল চিত্র
অর্ণব আশিক
সবকটি ঝরাপাতা বিদ্রুপপরিভাষা
শিমুল পলাশ সিঁড়ি ভাঙে ভোরের রোদে
খোলাচুল যুবা বুকের ভেতর বুদবুদ নিয়ে হাঁটে
অস্থিরতা অবিশ্বাস ঘেন্নামাখা মন
স্বৈরাচারের মুখ খোঁজে
হে হে করে হেসে উঠে ধাতবসভ্যতা আজ।
চুরি যাওয়া সময় কাঁধ ছুঁয়ে নেমে যায় অমানিশায়
বিকেলের রোদের পাশে জেগে ওঠে
মুষ্টিবদ্ধ তর্জনী, বলিষ্ঠ হাত
যুবার হারানো সে রোদ্দুর সকাল।
কুয়াশার মুখে ঘষে দেয় আকাশের রক্তমুখ
সোনালী রোদ্দুর দেয়ালে ছড়ায়
ভাত কাপড় বাসস্থান আমাদের অধিকার লেখা দেয়ালচিত্র
সমাজের উনুনে আঁচ
যুবার তুলিরটান স্পষ্ট জানান।