“স্খলিত স্বপ্ন ”গদ্য কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি কবি রীতা ধর

452
“স্খলিত স্বপ্ন ”গদ্য কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি কবি রীতা ধর

স্খলিত স্বপ্ন

               রীতা ধর

বাঁধ ভাঙ্গা ঢেউয়ের গর্জনে ভাঙ্গনের প্রলয় নিঃশ্বাস,
প্লাবিত মাঠ ঘাট ফসলের দানায় অদূর ভবিষ্যৎ ভেসে যায়।
শূন্য ভিটায় নিরন্ন উদর গো গ্রাসে ভক্ষন করে মৃত পঁচা কঙ্কাল।

এমন তো কথা ছিলনা,,,
এমন নিষ্ঠুর আকাল মন্ত্র তো কখনো দাওনি কানে,
জীবনের জয়গান লিখবো বলে
কাঁচা মাটিতে ঘাম ঢেলেছি বিপুল সমারোহে ;
প্রশস্ত দুই বাহুর সজীবতায় মৃত্তিকার উর্বরতা।
ঠিকুজি গণনায় যে পথ বলে দিয়েছো আমার,
তারি ধুলায় তো অঙ্গ শুধেছি।

অথচ আবার আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে;
স্বপ্নের ঘরে দুলছে বিলুপ্ত হৃদয়ের নিভে যাওয়া দ্বীপ,
অগাধ অন্ধকারে মৃত্যুর অশনি নির্মমতায় বেঁচে থাকা স্তব্ধ,
নির্বাক। যেনো নিখাদ ঠিকুজির প্রশস্ত সিঁথি নিমিষেই রাহুর গ্রাস।

সৃষ্টির উল্লাসে যে বাঁশিতে সুর তোলো ত্রিকালের মোহন,
অদৃষ্টের ক্রুর বাঁকে স্তিমিত রক্তে আজ মৃত্যুর মৃদঙ্গ বাজন আর ধৈর্য্যের নিরবতায় অদম্য মনোবলের নিগূঢ় অপেক্ষা।

পথের পাতার মতো যে কুঁড়ি ঝরে যায় দীর্ঘশ্বাসে;
কষ্ট চেপে ফোঁটা ফোঁটা অশ্রু মাটিতে মিলিয়ে যায় শিশির বিন্দুর মতো,
অসীম আকাশের কাছে দু’হাত বাড়িয়ে তারও তো প্রত্যাশা থাকে শাখায় শাখায়
ফুল হয়ে সুগন্ধি ছড়াবার। নক্ষত্রপথের গভীর নিবিড়তার কাছে,
স্খলিত স্বপ্নের হিম ধরা শরীরের তীব্র আকাঙ্খা যেমন ভোরের সোনালী রোদ।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here