জাগতিক সন্ধি
প্রকাশ বড়ুয়া
—————————————-
বৃষ্টি–
পাহাড় সাগর নদীতে ঝরো
মনে কেন আঘাত করো
ভেজাও কেনো দৃষ্টি?
কষ্ট–
তুমিও মন ভালোবাসো
মনের কাছে শুধুই আসো
আমি হই পথভ্রষ্ট।
মন–
তোমার সেবায় জীবন জুড়ে
শরীর শক্তি ভবঘুরে
যত সব আয়োজন।
শক্তি–
যে ক’দিন বাঁচি সাথে থেকো
রোগ ব্যাধিকে দূরেই রেখো
জেনো প্রেমময় ভক্তি।
প্রেম–
হৃদয়ের সব তোমায় দিলাম
এখন যেমন আগেও ছিলাম
যেমন ছিলো শ্যাম।