“ আকাশে শ্রাবণ ঝরে” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি–রীতা ধর

557
“ আকাশে শ্রাবণ ঝরে” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি–রীতা ধর

আকাশে শ্রাবণ ঝরে

                                         রীতা ধর

তোমার মেঘমেদুর দুটি চোখে যেদিন ঝরেছিলো মেঘকাব্যের প্রথম শ্রাবণ,
নীলিমার ধুসর আকাশে ছিল ঘন প্রহেলিকা, নীলপদ্মে মেতেছিলো বেদনার নিভৃত নীহারিকা।
সেদিন সমস্ত আকাশে ছিল মেঘের উৎসব,
কতো কান্নার দামে এমন সত্য করে
ভালোবাসা যায় আকাশ জানে।

যেখানে তোমার বেদনার শাখা প্রশাখা ;
সেখানেই হৃদয়টা রিক্ত কদম।
চোখের সামনে হৃদপিণ্ড ছাপিয়ে নিঃসঙ্গ বরষায় যেদিন তুমুল ভিজেছিলে
কামিনীর বুকে জেগেছিলো আগুনের ঝরণা,
সমস্ত পৃথিবী একসাথে দহিত হয়েছিলো
তারও বুকে,
চৈত্রের দহনে নীরব মেঘের অন্তহীন দীর্ঘশ্বাসে কাঁচের মতো ভেঙ্গেছিলো তারও হৃদয়।
কতো দীর্ঘশ্বাসের দামে হৃদয় ভাঙ্গা
টুকরো গুলো ভালোবাসার সুতোয় গাঁথা আকাশ জানে।

দুজনার চোখে নীল আকাশ ঝরে শ্রাবণের মতো
দুজনার বুকে মেঘস্নিগ্ধ কষ্ট ঝরে ঝরা
বকুলের মতো,
দুজনার ঠোঁটে স্বর্গের অমৃত সুর ঝরে নিগূঢ় মন্ত্রের মতো,
কতো শ্রাবণ পুড়ে পুড়ে ভালোবেসে ছুঁতে পারে মেঘের শরীর আকাশ জানে
কতো নিগূঢ়তম বেদনায় মেঘের ঘনঘটায় আকাশেও শ্রাবণ ঝরে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here