বিজয় দিবস উপলক্ষে কলমযোদ্ধা-মিনহাজ সাদ্দাম লিখেছেন কবিতা“প্রিয় বাংলাদেশ”

518
বিজয় দিবস উপলক্ষে কলমযোদ্ধা-লিখেছেন কবিতা “প্রিয় বাংলাদেশ”

  প্রিয় বাংলাদেশ

       মিনহাজ সাদ্দাম

__________________শত আঁধারের বুক চিরে
পেয়েছি স্বাধীনতা
কতো অচেনা পথ পাড়ি দিয়ে
ঘুচিয়েছি ব্যর্থতা।

একটি নতুন সূর্যের আশায়
ঘুমাইনি কতো রাত
নতুন কোন রঙিন আলোর
ফুটবে যে প্রভাত।

মায়ের আদর বোনের স্নেহ
দেহে জুড়বো মায়ায়
সবুজ শ্যামল মাটির টানের
বটবৃক্ষের ছায়ায়।

ক্ষুধার জ্বালায় রোগাক্রান্ত শরীর
কতো যে গিয়াছে দিন
এ-সবই ছিল অগ্রাহ্য সবার
চোখে যে মুক্তির সুদিন।

এক টুকরো কাপড় সে-তো
সবার মনে হতে পারে
লাল সবুজের বিজয় নিশান
রেখেছিলাম বুকে ধরে।

দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
পেয়েছিলাম স্বাধীনতা
শত শহীদের রক্তের বিনিময়ে
এনেছি অর্জিত পূর্ণতা ।

সেই-তো আমরা মা
যার বুকেই শুরু শেষ এইতো আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here