চিঠি
নিশাত ফাতেমা
নীল!
এই যান্ত্রিক সময়ের খুব দাম!
জানি আজকাল কেউ চিঠি পড়েনা।
এ বসন্তে শিমুল কৃঞ্চচূড়া ফোঁটে।
যান্ত্রিক শহরেও আকাশে বাতাসে ফুলের গন্ধে মাখামাখিতে মন ব্যাকুল!
আমার মন চায় তোমায় লেখি হলুদ লিপিকায় মেহেদী রাঙাহাতে।
একটা সময় নীল খামে,তোমায় লিখতাম।
জবাবটা এখনও হৃদয়ে আয়নার মতো প্রতিবিম্ব!
নীল!
এই যান্ত্রিক শহরে আছি তবুও
সুবিমল বাতাস,এখনো হৃদয়ে গাথা!
হাজারো মানুষের ভীরে হাপিয়ে
ওঠে মন আমার;
তাই তোমাকে খু্ঁজি
হৃদয়ের প্রত্যাশায়।
দেখো এই ঝলমল শহরে
সময়ের কত দাম।
তোমাকে লেখি-লেখি বলে হয়না লিখা। হলুদ লিপিকায়,
কিংবা মেহেদী রাঙাহাতে ।
সেই নীলখামের কথা
আজো মনে আছে।
আর মনেমনে ভাবি,
হবে কি কোন দিন তোমার সাথে
সেই বাগানে দেখা কিংবা নীল খামের লিপিকা…
আজ একটু সুযোগ পেয়েছি;
তাই লিখছি তোমাকে
এসো হারিয়ে যাই
বহু দূরে ……..