ভাষার মমত্ব মায়ায় আবদ্ধ কবি-আয়েশা মুন্নি এর একুশের চেতনার কবিতা “ফেব্রুয়ারি এলে ”

516
আয়েশা মুন্নি এর একুশের চেতনার কবিতা “ফেব্রুয়ারি এলে ”

ফেব্রুয়ারি এলে

                            আয়েশা মুন্নি

একুশ আসছে চল আমূল বাঙালি হয়ে যাই
পোষ্টার আর ব্যানারে ব্যানারে সাজাই
মুখর বর্ণমালার তুখড় মিছিল ।
অবাক পৃথিবী আজ অপলক তাকিয়ে দেখুক —
চেতনার দীপ্ত শিখা বেদি ও মিনার
কেমন জাগর জাগে শহীদ মঞ্জিল ।

ফাগুন এসেছে চল প্রপৈতৃক শপথের কাছে
অন্তত একদা ছিল গর্বিত অতীত
সে ভাবের ভাপে তীব্র আটপৌরে মন ।
আবেগী আগুনে আজ ম্রিয়মাণ স্মৃতিকে জাগাই,
নিবির অরণ্য কেটে উঠানে লাগাই
কৃষ্ণচূড়া , স্মৃতিমাখা শিমুলের বন ।

ফাগুন এসেছে , চল দ্রোহী একুশের কাছে যাই
মনেমনে স্বাদেশিক আবেগে বিলাই
বাংলাবাংলা ভালবাসা মহার্ঘের ফুলে ।
অলস ভোরের ঘুম উৎসবে ভাঙুক অসময়ে
পাখিডাকা কাকভোরে জেগে অনিয়ম ,
আদুড় প্রভাত ফেরী মৌন মিনারের পাদমূলে !

আমিও গিয়েছিলাম , ভিড় হতে ডাক দিয়ে কাছে
সে নির্বাক কানে কানে বলেছে আমায় —
” যদি না হৃদয় থাকে , হোক অপসৃত ।
উৎসবে আমেজে মেকি প্রেম নয় সংকল্প ব্যতীত ,
প্রাচুর্যে কেবলি পচে মাংসল হৃদয় ,
অসার উৎসর্গে শুধু ডাস্টবিন স্ফিত ” ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here