“এক রত্তি ভালোবাসা” অনুগল্প টি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি পারভীন আকতার

535
“এক রত্তি ভালোবাসা” অনুগল্প টি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি পারভীন আকতার

♥এক রত্তি ভালোবাসা♥

                            পারভীন আকতার

সকালের রোদটা বেশ সোনালী আভা ছড়াচ্ছে।শিউলি তলে পড়ে আছে হাজারো শিউলি।সাদা কমলার দারুণ কম্বিনেশন হৃদয় ছুঁয়ে যায়।হাত ভরে শিউলি ফুল!আহ!কী প্রশান্তি।দোলন প্রভাসের সারা শরীরে শিউলি ছড়িয়ে দিল।দুষ্টুমিতে দুজনের প্রেম আরো মধুর হয়।

প্রভাসের কয়েক দিন পর ইউরোপে যাওয়ার তাড়া।গুছিয়ে নিয়েছে সবকিছু।দোলন শুধু প্রভাসের মনের কথা শুনতে চায়।ভালোবাসার টানে সে কি এবার থেকে যাবে প্রিয়তমার কাছে?
ছোট্ট সোনা,টুনটুনি বলে,বাবা আর না গেলেই কি নয়? ঐ দেখো মা কাঁদছে।তুমি ছাড়া আমরা ভালো থাকি না।
প্রভাস দোলেনের পাশে বসে বুকে জড়িয়ে ধরে বলে,যাব না তোমাদের ছেড়ে।খুশি?

সত্যি?খুশিতে লাফ দিয়ে দোলন আর মেয়ে টুনটুনি প্রভাসের কাপড়চোপড় সব এলো-মেলো করে আনন্দ করে।সেকি এক মায়াবী সুখের ক্ষণ!প্রভাস বুঝে জীবনে বেঁচে থাকতে সম্পদ নয় প্রিয় মানুষের বেশি দরকার।ভালোবাসার সুখ এক অন্যরকম বেঁচে থাকার নাম ঠিক শিউলি ফোঁটার সুগন্ধির মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here