যে প্রেম ছলনায়
নীলিমা শামীম
রেটিনাতে চেয়ে দেখ খুজে পাবে ত্যোমায়
হৃৎপিন্ডটা সার্জারী করো খুদিত তোমায়,
সাহি রকটা কেটে জানতে চাও ওখানটায়
প্রতিটা রক্তকনিকারা চেয়ে আছে তোমায়!!
হাড্ডিসার ভঙ্গপাজরে খুজো পাবে তোমায়
ওষ্ট যুগলের স্পন্দিত স্পন্দনে দেখবে তোমায়,
পাজরের চূর্ণতায় আছো মিশে দেখো তোমায়
ব্রেইনের মগজের নিউরোট্রান্সমিটারগুলিতে
মিশে গেছো অনিমেষ সেখানেও দেখো তোমায়!!
রাগান্বিত ভাবমূর্তিতে দেখো নিকোটিনের নেশায়
দেহের প্রতিটি লোমহর্ষক অনুভুতিতে পাবে তোমায়
নিতান্তই এই দেহমনে আবির্ভাব হয়েছিল তোমায়
আজ তুমি নেই শুধুই অযাচিত উগ্রতা আর ক্রোধময়!!
বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলে গিয়েছিলে সেই তুমি
প্রশ্নবোধক করেছিল অযথায় এই আমাকে শুধু তুমি
প্রশ্নবিদ্ধ প্রতি পদে পদে নিঃস্ব করেছো আমায় তুমি
আজ চেয়ে রও আমার গতিবিধি অনুসরণ সেই তুমি??
ছলনাময়ী আমি নই ছলনার কারিগর শুরু থেকে তুমি!!