সে ছিল এক অন্ধ ঘাতক!! কবি রেবা হাবিব এর অনুভূতির জীবন ছোঁয়া কবিতা “দীর্ঘশ্বাস ”

456
কবি রেবা হাবিব

দীর্ঘশ্বাস

            রেবা হাবিব

——————
ইতিহাস উড়ে, ইতিহাস ঘুড়ে
নিয়ে আসে এক শঙ্খচিল।
ভারী নিঃশ্বাসে তার স্বপ্নাতুর বাতাস!!
খোলা দরজা যায় আটকে বারবার
খুলে পড়ে শরীরের নিবিড় উঠোন।
ওড়ার প্রবল শখ আছড়ে পড়ে
জাগে মনে স্বপ্নের চর।
পরীদের সপ্তর্ষিমণ্ডলে
কান্নাভেজা মেঘের মিছিলে
মন ভাসে, জানান দেয়
ভুলে যাও তাকে
পৃথিবীর উর্বরতার কাছে
সে ছিল এক অন্ধ ঘাতক!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here