● সাহস নেই আমার ●
– রিটন মোস্তাফা
সাহস নেই আমার
তোমার জলরঙা চোখে চোখ রেখে
অবলীলায় মিথ্যে প্রতিশ্রুতির গল্প শোনাতে।
সাহস নেই আমার,
তোমার গালে লালোশার চুমু এঁকে
নগ্ন কামনায় জড়িয়ে ধরে মন্দ ইচ্ছে মেটাতে।
সাহস নেই আমার,
তোমার বিশ্বাস নিয়ে খেলায় মাততে
অথবা অন্য নারীর চোখে দৃষ্টি মেলাতে।
একদম সাহস নেই আমার
টাইমপাস অথবা মিথ্যে মজায় মেতে
অযথা কোন মিছে স্বপ্ন চিত্র আঁকতে।
বিশ্বাস করো!
একটুও সাহস নেই আমার,
পারবো না আমি,কখনোই পারবো না
তোমাকে ছেড়ে,অন্য কোথাও সুখী হতে।