ভারতের তারুণ্যের কবি চম্পা মন্ডল এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “ওরা কারা”

480
ভারতের তারুণ্যের কবি চম্পা মন্ডল

ওরা কারা

             চম্পা মন্ডল।

******************

প্রশ্ন তো সার বেঁধে আসে
বাঁধানো রাস্তা ছেড়ে কখনো
আলপথ ধরে,
টানটান ছিলা হঠাৎ যখন ছিঁড়ে যায়
তীর পায়ের নিচেই পড়ে।
লক্ষ্যভ্রষ্ট শাসনতন্ত্র
তবে কি অভিবাসী এখন?
বৃক্ষ থেকে নেমে এসেছি বহুবছর আগেই
কোনো উপজাতির সমান্তরাল ঝুপড়িতে।
মনোরমা তিলোত্তমা এসব উপমা ঝরেছে কবেই,
গাঙুরের জলে ভেসেছে বেহুলা।
প্রজন্মে প্রজন্মে ছড়িয়েছে সেই গান,
এখন সমুদ্র ভিত ভাঙে একতলা দোতলা।
দুঃখ এখন আগুনে পোড়ে না
উঠে বসে জীবন্ত হয়ে দ্বিগুণ তেজে
খুব সহজেই হেঁটে চলে যায়
আত্মীয়তা ঘোরে পায়ে পায়ে।
এরা সব কারা!

ঝাউবনের কোলে উবু হয়ে বসে
এঁকে রাখে শিল্পকলা
জমিয়ে খেলার ছলে।
নীল সবুজ মাখা শস্যের জমি
এক লহমায় প্রচ্ছদ আঁকে,
ভ্রুক্ষেপ নেই যদি ধুয়ে যায় জলে।
প্রখর তাপে খসে পড়ে হিম
উধাও এক নিমেষে।
অস্থিমজ্জার পরতে পরতে ঘুমহীন প্রাচীর ছদ্মবেশ ধরে,
মসৃণ চাঁদোয়া রাত পাড়ি দেয়
এপার থেকে ওপারে।
তখন ওরা ভৈরবীর সুর ধরে ভীষণ উল্লাসে
ওরা তবে কারা!
মাঠে মাঠে পথ ভাঙে
আবিষ্ট হয়ে ঘুরে ঘুরে মরে।
Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here