ভারত এর সমকালীন সৃজনশীল কবি-সোনালী মিত্র এর লিখা কবিতা “নীরব পৃথিবীর বুকে”

417
সোনালী মিত্র এর লিখা কবিতা “নীরব পৃথিবীর বুকে”

নীরব পৃথিবীর বুকে

সোনালী মিত্র

চাইলেই কী ফিরিয়ে দেওয়া যায়?
দেখো, এখনও থমকে আছে পৃথিবীর ভাষা
যেন জীর্ণ মলাটের ভেতরে এক অস্থির সময়ের অধ্যায়।

দরজার বাইরে সারি সারি মৃত্যুর চোখে চোখ রেখে হিসাব কষছি।
প্রবল ঝড়ের মুখে দাঁড়িয়ে আছি ভীরু হরিণের মতো।
মনখারাপের জলভরা মেঘ অঝোরে কাঁদতে কাঁদতে
এক জীবনের সবকিছু ভুলে যেতে চাইছে,
সম্মুখে এখন যে শুধুই বিষন্ন দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here