দৈনিক আলাপ ওয়েবডেস্কঃ আজ ভারত এর সমকালীন সৃজনশীল কবি-জুলি লাহিড়ী এর শুভ জন্মদিন । দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা কবি ও লেখক কে ।
কবি জুলি লাহিড়ী এর জন্ম ১ জুন ১৯৮২, হাওড়ার বাকসাড়ায়। তিনি বিবাহ সূত্রে বর্তমানে হাওড়া জেলার জগাছার স্থায়ী বাসিন্দা।
জুলি লাহিড়ী লেখালিখি করছেন ছোট থেকেই। তবে প্রকাশ্যে এসেছেন গত চার বছর। ভারত ও বাংলাদেশের বেশকিছু উল্লেখযোগ্য পত্র পত্রিকায় তাঁর কবিতা-ছড়া প্রকাশিত হয়েছে। অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন কবিতা উৎসব ও সাহিত্য উৎসবে। তাঁর কবিতা প্রচারিত হয়েছে আকাশবাণী মৈত্রী ইউটিউব চ্যানেলে। তিনি নিয়মিত লিখেন দৈনিক আলাপে ।
সাহিত্যপ্রেমী এই মানুষটি স্বপ্ন দেখেন কলুষমুক্ত ও বিভেদহীন মানবিক আলোয় আলোকিত শুদ্ধ এক পৃথিবীর।
দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে আবারও জন্মদিনের শুভেচ্ছা কলমযোদ্ধা- জুলি লাহিড়ীকে ।
মোঃ আশিকুর রহমান
সম্পাদক দৈনিক আলাপ