রণদুর্মদ
আয়েশা মুন্নী
হে, অগ্রপথিক-
শতাব্দী থেকে সহস্র শতাব্দীকালের
অগ্রণী বাঙালি
তোমার বুকের জমিনে দেখেছি
টকটকে লাল সূর্য খচিত বাংলার প্রতিচ্ছবি।
হে ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ
হে দার্শনিক,হে কবি…
তোমার বজ্র নিনাদে
শত্রুর বুকে যে ঝাণ্ডা পুঁতে দিয়েছিলে
তার সবটুকু স্বাদ আমি নিয়েছি,
আজও নিচ্ছি…
সে স্বাদ নিরন্তর…
সে স্বাদ অবিনশ্বর…
হে প্রগতিশীল প্রণোদনার অগ্রনায়ক
তুমি বাঙালি
তুমি গর্বিত বাঙালি।
তুমি তীক্ষ্ণ মেধামনন…
তুমি রণ ক্ষেত্রের রণবীর
তুমি বলগর্বিত রণদুর্মদ
তুমি বাঙালি মনীষার তুঙ্গীয় নিদর্শন।
তুমি নখদর্পণে একটিই নক্ষত্র
তুমি বিপ্লবী, বিদ্রোহী
শোষণ ত্রাসের বিদ্রুপ
তুমি ধুমকেতু, তুমি অগ্নি
শিহরি শিহরি তোলো লোমকূপ।
তুমি দুর্বার
তুমি দূর্দান্ত দুর্জয়…
তোমার হুংকারে শত্রুর দুর্গে
জাগে যতো ভয়।
তুমি রণকাণ্ডারী
তুমি শোষণ ত্রাসে অন্যায় অনাচারে,
জুলুম নিগ্রহে সোচ্চার প্রতিবাদ।