ওরা কারা
চম্পা মন্ডল।
******************
প্রশ্ন তো সার বেঁধে আসে
বাঁধানো রাস্তা ছেড়ে কখনো
আলপথ ধরে,
টানটান ছিলা হঠাৎ যখন ছিঁড়ে যায়
তীর পায়ের নিচেই পড়ে।
লক্ষ্যভ্রষ্ট শাসনতন্ত্র
তবে কি অভিবাসী এখন?
বৃক্ষ থেকে নেমে এসেছি বহুবছর আগেই
কোনো উপজাতির সমান্তরাল ঝুপড়িতে।
মনোরমা তিলোত্তমা এসব উপমা ঝরেছে কবেই,
গাঙুরের জলে ভেসেছে বেহুলা।
প্রজন্মে প্রজন্মে ছড়িয়েছে সেই গান,
এখন সমুদ্র ভিত ভাঙে একতলা দোতলা।
দুঃখ এখন আগুনে পোড়ে না
উঠে বসে জীবন্ত হয়ে দ্বিগুণ তেজে
খুব সহজেই হেঁটে চলে যায়
আত্মীয়তা ঘোরে পায়ে পায়ে।
এরা সব কারা!