# ইতিহাসের পুনরাবৃত্তি #
সুলতানা শিরীন
*************************
দরজায় কড়া নাড়ছে বৈরীবাতাস
কাঁচের দেয়ালে বাতাস শিস কেটে বলে
পুনরাবৃত্তি হবে , হ্যা ইতিহাসের ।
মেয়ে সন্তর্পনে পদক্ষেপ ফেলো,
ধেয়ে আসছে অতি গোপনে কালবৈশাখী।
তুমি যতই চেষ্টা করো নিজেকে ভুলে থাকার
সময় করবেনা ক্ষমা অকারণ।
দুঃখ ,ব্যাথা, অপমান ফিরে ফিরে আসে।
ইতিহাস সোচ্চার ,পুনরাবৃত্তি হবেই ।
তোমার পিঠের পিছেই বাসা বাঁধছে ঘুণপোকা
অলক্ষে ,ধীরে খুব গভীর ক্ষত তৈরী করছে ।
তোমার ছুড়ে দেয়া তীর তার বুক চিড়ে দিয়েছিলো,
রক্তের উত্তাপ তোমাকে করেনি এতটুকু বিচলিত ।
ক্রূর হাসি হেসেছিলে অলক্ষে।
আজ বৈরীবাতাস জানিয়ে দিয়েছে
পুনরাবৃত্তি হবে ইতিহাসের ।
ঘুণপোকারা সোচ্চার ,ইতিহাস ক্ষমা করে না কখনো ।