বাবা
লুবনা আখতার বানু
অনেক ভালোবাসি তোমাকে।
শৈশবে তোমাকে যতটা
ভালোবাসতাম,
আজও ঠিক ততটাই
ভালোবাসি-
জানি এই ভালোবাসা
কখোনোই কম হবার নয়।
শৈশবের দিনগুলি এখন বড়ো
মনে পড়ে!
শৈশবে ভয় পেলে যখন তুমি
বলতে,
ভয় কিসের আমি তো আছি!
তখন নিজেকে বড়ো সুরক্ষিত
বলে মনে হতো-
আজও তুমি কাছে থাকলে
নিজেকে সুরক্ষিত মনে হয়।
সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত
শরীরে তুমি যখন গৃহে
ফিরতে,
তখন আমাকে দেখে খুব
আনন্দিত হতে বুঝতাম।
সেই দিনগুলো আজও মনে
পড়ে!
যেখানেই থাকি না কেন-
তোমার আশ্রয়ই আমার
বেহেস্ত।
জানি তোমার আশ্রয়ের মতো,
সুরক্ষিত স্থান পৃথিবীতে আর
কোথাও নেই-
সর্বদাই পাশে এভাবেই
থেকো।
তোমার দোয়ায় আমি আরো
সমৃদ্ধ হতে চাই।