নেই আর সেই অনুভুতি
নীলিমা শামীম
জানো সখা এখন আগের মত নেই অনুভুতি
যখন ছিলে সখা সেই প্রিয়তম অজানা অভিভুতি
ভাবো কি এখনো ভালোবাসা রয়েছে তোমার প্রতি
ভুলে গেছি রেখেছিলাম স্তরে স্তরে যত ভালোলাগা স্মৃতি।
তোমার আলিঙ্গন ভুলেছি হলো আজ বছর তিনেক যাবৎ
ভুলের মাসুল দিতেই জড়ালাম মিছে আশার ভাবনায় তরিৎ
আপন ভেবেই খুশিতে ভরেছিলাম তোমায় হাত দু’খানি পূর্ণ
ভিক্ষার সুখে সুখী হয়ে আত্ন গৌরবে করলে আমায় আজ শুন্য।
কষ্ট পেলে তুমি, ভাবনায় মরি আমি তারি, কিভাবো বুঝাই তোমাই
দিনে -রাতে এখন আমি বিধাতার কাছে তোমার জন্য সুখ শুধু চাই
সপরিবারে বড়ই সুখি আছি সফলতার সহিত হয়েছি আমি পরিপূর্ণ
বিধাতা চাইলে কেবা পারে কাউকে কোনো ভাবে রাখিতে অসম্পূর্ণ।