অচেনা
********নাসরিন জাহান মাধুরী
বড় অদ্ভুত লাগে…
যখনই চোখ বন্ধ করি
তোমাকেই দেখি..
ক্যামেরার জুমিং এর মতো
একবার এতোটাই কাছে চলে আসো
আমি তোমার চোখ, চোখের ভেতর শুদ্ধ
সব দেখতে পাই…
তোমার চোখের রক্তিম রেখা গুলো..
লেন্স ভেদ করে তোমার চোখের ব্ল্যাক স্পট
ইয়েলো স্পট সবই যেনো দেখা হয়ে যায়..
তোমার অপটিক নার্ভ যেটা তোমার মস্তিস্কে ঢুকেছে!
সেটা অনুসরণ করে তোমার মস্তিষ্কে পৌঁছে যাই..
তারপর তোমার ভাবনার জগত
তোমার রাগ, দুঃখ, ঘৃণা, ভালোবাসা
তোমার স্মৃতি বিস্মৃতি
সবই আমার এক লহমায় পড়া হয়ে যায়।
আবার চোখ বন্ধ করলেই জুম আউট হয়ে যাও…
এতোটাই দূরে যাও
আমার চোখ তোমাকে দেখে..
অনন্তকাল দূরের কোন ভিনগ্রহবাসী যেনো।
অচেনা বড় বেশি অচেনা।