সমর্পা ব্যবধান
আয়েশা মুন্নি
ঝড়ের পূর্বাভাসে তোমাকে চেয়েছিলাম
ঝড়ের পরে নয়,
ক্রিয়ার সম ক্রিয়ায় তোমাকে চেয়েছিলাম
পার্শ্বপ্রতিক্রিয়ায় নয়…
তুমি শতকোটি যোজন দূরের
অব্যক্ত দূর্বলতার স্বাক্ষী।
সমর্পা ব্যবধানে নৈকট্যের নির্দেশ
কখনোই দাওনি,
তুমি পদানত নয়নের অন্তরালে পুঞ্জিভূত দুঃখ,
তুমি আমার অসীম বেদনার ইতিহাস।
তুমি আমার নিঃসঙ্গ জীবনের পশ্চাতের কষ্ট,
বেদনাবিধুর অদৃশ্য নিবিড় বন্ধনে
অপরিসীম বিভেদ …
আকাশ সমান শূন্যতায়,
অতীত, বর্তমান ও ভবিষ্যতের
ঊষার মরুভূমি।