বেঁচে থাকার আক্ষেপ
রহিমা আক্তার রীমা
আমি মৃত নই তবুও বছরের পর বছর-
মৃত লাশ বহন করে চলছি আমার আমিত্বে,
যে লাশের দাফন হয় না শুধু অবয়ব থেকে যায় অস্তিত্বে।
আমি মৃত নই তবুও জীবন্ত সম্পর্কগুলোকে-
বিচ্ছেদের কাফন পড়িয়ে একে-একে করি সম্পর্কহীন
কারণ স্বার্থপরের মতই হয়ে যায় সম্পর্কগুলো অস্তিত্বহীন।
আমি মৃত নই তবুও মরা মন,মরা যৌবন নিয়ে-
বেঁচে আছি বলেই কি বেঁচে থাকা বলে
জানা নেই জানা হবেও না বেঁচে থাকবো কোন কৌশলে?
আমি মৃত নই তবুও কেন পাথর চাপায় পড়ে আছি-
ক্ষীণ হয় আমার চতুরংশ নিঃশ্বাস নিতে পারি না
যদিও অক্সিজেন গ্রহণ করি কার্বন-ড্রাই-অক্সাইড ছাড়ি একে বাঁচা বলে না।
আমি-আমরা বেঁচে আছি তবুও মনুষ্যত্ব হারিয়ে
চারিপাশে রূপ নিয়েছে পশুত্বে মৃতই বলা চলে বিবেক
অন্ধ হয়ে উজার করে দেয় জীবন্ত সব আবেগ।
আমি আমরাতো মৃত নই বেঁচেই আছি তবে কেন-
বোধদয় হয় না বেঁচে থাকার কতটুকু কৃতিস্বত্ব
বুজে আসেনি চোখ,নিঃশ্বাস চলে অবিরত,
তবে কেন বিবেক হয় মৃত?
হিংসা-ক্রোধ-লোভের কাছে পরাজিত যত পদক্ষেপ
বেঁচে থেকেও প্রতিনিয়ত হয় বেঁচের থাকার আক্ষেপ!!