নদী
নাসরিন জাহান মাধুরী
আমিও নদী হবো ভাবি
কখনো শান্ত টলটলে কালো জলে
আকাশের ছায়া আমার ওপর
আমি আর আকাশ…
শব্দহীন শুধু হৃদয়ের ধুকপুক–
কখনো প্রবল জোয়ার উন্মাতাল —
প্লাবিত করবো মনোভূমির এপার ওপার
প্লাবন শেষে শান্ত চুপচাপ–
তারপর হঠাৎ আড়মোড়া ভেঙে
আপন বেগে ছুটে চলবো পাগলপারা
একূল ওকূল দুকূল ছাপিয়ে—-