“নদী”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি কবি- নাসরিন জাহান মাধুরী

442
“নদী”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি কবি- নাসরিন জাহান মাধুরী

নদী

       নাসরিন জাহান মাধুরী

আমিও নদী হবো ভাবি
কখনো শান্ত টলটলে কালো জলে
আকাশের ছায়া আমার ওপর
আমি আর আকাশ…
শব্দহীন শুধু হৃদয়ের ধুকপুক–
কখনো প্রবল জোয়ার উন্মাতাল —
প্লাবিত করবো মনোভূমির এপার ওপার
প্লাবন শেষে শান্ত চুপচাপ–
তারপর হঠাৎ আড়মোড়া ভেঙে
আপন বেগে ছুটে চলবো পাগলপারা
একূল ওকূল দুকূল ছাপিয়ে—-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here