তারুণ্যের কবি শিরিন আফরোজ এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “কঠিন একটি রাত ”

506
তারুণ্যের কবি শিরিন আফরোজ এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “কঠিন একটি রাত ”
তারুণ্যের কবি শিরিন আফরোজ

কঠিন একটি রাত

                        শিরিন আফরোজ

রাতের বেলায় ঘরের পিছনে
হুতুম পেঁচা ডাকে,
ডাক শুনে ছোট ভাইটি আমার
থরথরিয়ে কাপে,
একটু পর পর ডাকতে থাকে
বুঝিনা, হয়েছে তার কি,
ভাইটি আমার কেঁদে কেঁদে বলে
ওটা ঘরে ঢুকে যাবে নাকি।
কি করে যে বুঝাই ভাইকে
মনে আমারও লাগছে ভয়,
মুরুব্বিরা বলতে শুনেছি
এ পাখি রাতে ডাকা ভালো নয়।
জ্বরের ঘোরে ভাইটি আমার
প্রলাপ বকতে থাকে,
আল্লাহর কাছে কাঁদতে থাকি
আর কিছু তো নেই আমার সাথে।
এমনি করে কেটে গেলো
কঠিন একটা রাত
ভাইটি আমার, পরে সুস্থ হলো,
আল্লাহর কাছে করি মোনাজাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here