নষ্ট প্রেমের স্মৃতি
_____________মিনু আহমেদ।
আশা ছিলো মনে,ভালোবাসার স্বপ্ন বুনে-
তোর হৃদয়ে বসত করবো জনম জনম ভর।
সেই আশায় গুড়েবালি,অন্তর পুড়ে ছাই।
স্টেশনে এসে দেখি তুই সেথা নাই।
রাত নিশিতে একলা আমি,পাশে কেউ নাই।
ঘর ছেড়েছি বিয়ের রাতে লগ্ন বাঁচা দায়….
মিথ্যুক তুই পালিয়ে গেলি সংসার করার ভয়ে।
হাত ধরে ফিরিয়ে আনলো দাদা আমায় ঘরে।
বাধ্য হয়ে দিলাম মালা ভিন-দেশির গলে-
কন্যা থেকে বধূ হলাম আঁখি ভেজা জলে।
ভিন-দেশির প্রেম সাধনায় সাগর দিলাম পাড়ি।
নষ্ট প্রেমের স্মৃতির সাথে সোনার দেশটা ছাড়ি।
পার করেছি যুগের পর যুগ-
কিন্ত মন থেকে মুছেনি তোর ছলনার ক্ষোভ।
অভিসারে এখনো মনে পড়ে সেই বাল্যকালের স্মৃতি।
একা একা ভাবি আসলেই কি তুই ভালোবেসেছিলি?
বুঝিনি সেদিন-কিন্তু,আজ বুঝি।
সেদিন তোর মিথ্যে প্রেমের মূল্য দিতে গিয়ে-
হারিয়েছিলাম অলঙ্কার ভরা ভেনেটি।