অন্ধের বিশ্বাসে সাজবে সকাল
পিংকী আচার্য
অন্ধের রাজত্বে আত্মবিশ্বাস জরুরী,
ভাবুক মন হয়ে উঠুক আত্মবিশ্বাসী।
অন্ধ যেদিন আত্মবিশ্বাস সহকারে অনুভব করবে,
সেদিনই রাজার প্রেমে প্রজা হবে সাহসী।
প্রেমের মোহে উৎসর্গ করবে প্রজার জীবন।
রাজা বুকে টেনে বলবে প্রজাকে,
আমি জীবন নয়,চাই শুধু উপহার মন।
ঘৃণা ভুলে দূরত্ব ভুলে সৃষ্টি হবে কোনো এক নতুন সকাল,
সূর্যের আলোর মাখামাখিতে কেটে যাবে সব অমঙ্গল।
তীর্থের কাকেরা অপেক্ষা ভুলে উড়তে শিখবে,
উঠানে ছড়ানো শিউলি ভুলে সেদিন সেজে উঠবে মনের আঁচল।