নিরন্ধ্র আশ্বাস
অনিকেত মহাপাত্র
লুগা নিয়েই ঝগড়াটা শুরু, আবর্তনী
কোমরে বেড় দিয়ে সভ্যতার হায়া রক্ষা
তার ঈষৎ স্খলন পিরামিড ভাঙে
মনের ভিসুভিয়াস মাত্রা ছাড়া
সমর তখন নির্ধারিত
কৃশ প্রত্যাশা প্ররোচনার স্নেহে
হাবলু গুবলু কল্পতরু-মার
সহস্র যোজন মালকোঁচার খুঁটে
মুড়ি-পেঁয়াজের কথকতায়
মেতে ওঠে, যুদ্ধ ভোলে
খুলে যায় বেড়
ভালোবাসার শুরু, অর্বাচীনের স্বর্গ
নরক ভয় পায়
গূঢ় স্বর বিভাজিকা মেলে
নিরালম্ব স্রোতে ডুবু ডুবু সব
আশ্বাস কখন নিরন্তর
নিরন্ধ্র?
এমন চ্যাঙনা বেলা ছাড়া!




















