“এফিটাফ ”লিখেছেন ভারতের তারুণ্যের কবি মুনমুন দেব ।

448
ভারতের তারুণ্যের কবি মুনমুন দেব

এফিটাফ

          মুনমুন দেব

অসংযত এক দমকা হাওয়ায়
আকস্মিক সব পাতা ঝরে গেলে
পড়ে থাকুক না কিছু অসমাপ্ত চুম্বনের দাগ!

ভালবাসা নদী ছুঁলে সমুদ্র পিপাসু হয় বুঝি!
শরীরের ভাষা বোঝে, কি দায় তার!
কেবল খনির ভেতরে জেগে থাকা
ঐ লাল পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকুক অনন্তকাল,
অন্তরালে কিংবা নীলিমায়…

বিশ্বাস যেখানে রক্তাক্ত দেহ খালি হওয়া তুন
শীত সেখানে প্রধান ঋতু বসন্ত হোক না খুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here