প্রেমেশ্বর
নাঈম মাহমুদ মিথেল
ঈশ্বর বেঁচে থাকে বিশ্বাসে দেখেছে তারে কে কখন?
কেউ কি দেখেছ প্রেম তবুও গড় প্রেমের ভুবন।
দুঃখ,কষ্ট,ক্লেশ জর্জরিত জীবনে প্রেম মুক্তির দ্বার।
প্রেম সেই পথ যেথা পাওয়া যায় দেখা বিধাতার।
প্রেম মানবতার বোধ অনন্য মাধুর্য অফুরন্ত শক্তি,
প্রেম দ্যুতিত জ্যোতিত আল্লাহর নূরে মূসার ভক্তি।
সময় সঙ্গমহীন মৃত্যু নিদ্রা এক সমান,
প্রেমেই অমৃত মানুষকে করে মহান।
সৃষ্টির স্রোতধারা কত ভাঙা-গড়া
ত্রিভুবনে বেঁচে থাকে কবলি প্রেম।
স্নেহ, মায়া, দয়া সব প্রেমের কায়া
প্রেম প্রাণশক্তি অন্তরে বিধাতার ফ্রেম।
উৎসর্গঃ প্রাকৃতজ শামিম রুমি টিটন
লেখক পরিচিতি ঃ
নাঈম মাহমুদ মিথেল
প্রতিষ্ঠাতা সভাপতি (বা.সা.প)।
এম্বাসেডর , মাই বডি ইজ মাই বডি প্রোগ্রাম(UK) এবং
মানবাধিকার কর্মী।