কবি অর্ণব আশিক এর এক জীবন বোধের কবিতা “সহজিয়া ”

400
কবি অর্ণব আশিক এর এক জীবন বোধের কবিতা “সহজিয়া ”
কবি অর্ণব আশিক

সহজিয়া

          অর্ণব আশিক

সময় খুঁড়ে দেখি আমি
তোমার কষ্টেরা খোঁজে শেকড়ের ডানা
দুঃখগুলো জমে জমে স্তুপ
সুখের নেই কোন উঠানামা।

কষ্ট খুঁড়ে কেউ দুঃখের না পায় গভীরতা
মাপতে মাপতে কষ্ট তোমার বুকে ব্যথা
কষ্টগুলি তখনো কিশোর কি প্রখর যন্ত্রণা
কষ্ট খুঁড়ে দেখি, অন্ধ চোখ, তুমি অপলোক,
ভাবো মানুষ হবে মানুষ, দেবোতা না
সময় খুঁড়ে বেড়ে উঠে দুঃখের খুদকণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here