দ্বন্দ্ব
***নাসরি জাহান মাধুরী
শব্দের ভীড় ছিলো বড় বেশি
তাই ঠিক শব্দটা চোখে পড়েনি।
কথার গুঞ্জন ফিসফিসে
কাঙ্খিত কথাটা কানে আসেনি।
এত আশ্বাস ছিলো,
বিশ্বাস আর অবিশ্বাস দোলা দিচ্ছিলো।
ভালোবাসা গুলো যেনো অনুভূতিহীন
পাখির পালকের মতো খসেখসে পড়ছিলো।
হাসি আর কান্না মিলেমিশে একাকার,
আলাদা করতে কষ্ট হচ্ছিল।
নিজেকেই অচেনা লাগছিলো
যেন আমি নেই আমাতে,
অন্য আমি, এই আমার সাথে যার নেই কোন মিল।
কোনটা সত্যি আর কোনটা মিথ্যা।
যাচাই করা বড়বেশি কঠিন।
কোনটা পথ আর কোনটা কানাগলি
সিদ্ধান্তে পৌছানোটাও জটিল মনে হচ্ছিলো।
তাই সব ভাবনা এলোমেলো বাতাসে
ছড়িয়ে যায় চারপাশ।
ভাবনার রেশ ধরা বিফলে যাচ্ছিলো।
সত্যি কি মিথ্যা কথার মায়াজালে বিভ্রান্ত করছিলো।