ভালবাসি বলে
ফাহমিদা ইয়াসমিন।।
মনের আকাশে ঝড় উঠেছে,
সাজানো স্বপ্ন গুলো
উলট পালট করে দিচ্ছে
হারিয়ে যাচ্ছে স্মৃতি,
প্রিয় মূহর্তগুলো রাতের নিস্তব্ধতা ভেঙে
জড়ো হয় মনের আঙিনায় !
ভাঙ্গা হৃদয়ে বাজে না প্রণয় বীনা
তবু কেনো এই কামনা।
শত আঘাতে জর্জরিত তবু কাঁদায় তোমার প্রণয়।
তোমাকে ভেবে ভেবে মধুর রাত বিষাদে যায়
তবু খুশি আমি, তুমি খুশি বলে।
জানি দুঃখের সাগরে ঢেউ খেলে যাবেে
এই অভূলা হৃদয়,ভালবাসি বলে।।