কষ্টরা হবে চৌচির
ফাহমিদা ইয়াসমিন
সাদা বরফে ছেয়ে গেছে চারপাশ
তবুও ছুটছি আমরা
থেমে নেই কেউ
সময়ের ঘড়ির মতো চলছি
চলছে জীবন।
আমাদের কষ্টের বরফ থেকে
তোমাদের প্রতি ভালোবাসা
স্বজনের আব্দার,রেমিটেন্স
সমাধান হয়।
তবুও তোমরা বলো
বিদেশ বিঁভুইয়ে সুখে আছি।
তোমাদের হাসিতেই আমাদের সুখ
তোমাদের আনন্দেই আমাদের ভালোথাকা।
তোমরাও খোলো মমতার দোয়ার
নইলে যে বেদনার নীলে
কষ্টরা হবে চৌচির।




















