“মুক্ত করো বিশ্ব”
—মিনু আহমেদ।
বিশ্ব আজি আতঙ্কিত—
করোনার ঐ ভয়ে।
ইস্কুল কলেজ অফিস-মার্কেট
বন্ধ সকল হয়ে।
বিশ্ব আজি আতঙ্কিত—
নাইকো কোনো সন্ধি।
নারী-পুরুষ হিন্দু-মুসলিম
সবাই গৃহ বন্দি।
বিশ্ব আজি আতঙ্কিত—
করোনার ঐ ভয়ে।
কখন কবে মৃত্যু এসে—
প্রাণটা যাবে ক্ষয়ে।
বিশ্বে আজি সৃষ্টি হলো—
কেমন মহামারি।
লাশের মিছিল সকাল বিকেল—
দেখি সারি সারি।
বিশ্বে আজি সৃষ্টি হলো—
কেমন আজাব জারি!
চারিদিকে শুনি শুধু—লাশের অহাজারী!
আল্লাহ্ তুমি রহিম রহমান—
দু’জাহানের মালিক।
বিশ্ব থেকে করোনাকে—
উঠিয়ে নাও খালিক।
তুমি মালিক তুমি রহ্-মান—
তুমি সৃষ্টির স্রষ্টা।
তোমার কাছে চাইছি ক্ষমা—
করো না পথ ভ্রষ্টা।
মুক্তি দাওগো বিশ্বলোকে—
মুক্ত করো বিশ্ব।
খুলে দাওগো কাবার দুয়ার—
দিয়ে রহ্-মত দৃশ্য।